সব
জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন সিলেটের ব্যবসায়ী অঙ্গণের সুপরিচিত মুখ ফিজা অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল।
রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি. এম. কাদের) এমপি স্বাক্ষরিত এক পত্রে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলামকে সদস্য হিসেবে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
পার্টির ৯ম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ও ক্ষমতা ও গঠনতন্ত্রের ১২ এর ৩ নং উপধারা অনুসারে তাকে সদস্য পদের এ মর্যাদা প্রদান করা হয়।
এর আগে জাতীয় পার্টিতে যোগদান করায় নজরুল ইসলাম বাবুলকে বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকার বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নজরুল ইসলাম বাবুলকে পার্টিতে স্বাগত জানান পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি