জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার উদ্যোগে ঘর পাচ্ছে গৃহহীন পরিবার

বড়লেখা প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের বড়লেখায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার উদ্যোগে পৌর শহরের গাজিটেকা এলাকার গৃহহীন আলিম উদ্দিনের পরিবারকে পাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এই ঘর নির্মাণ কাজে ব্যয় হচ্ছে ২ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু।

অন্যদিকে সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের অসুস্থ প্রবীণ এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাইফুল আলম রাসেলের ব্যবস্থাপনায় গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর শহীদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি হাজী সেলিম, নিজবাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য মিনু আহমদ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক, দক্ষিনভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি মুজিবুল হক খোকন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফাহিম, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য শাহরিয়ার জামান খালেদ, ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ মিঠু বলেন, ‘বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা হচ্ছে এরকম একটি সংগঠন, যাদের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সংগঠনের আত্মপ্রকাশের পর থেকে অসহায় মানুষকে সহায়তা করার পাশাপাপি দলের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের সহায়তা করছেন তারা। তারই ধারাবাহিকতায় ফোরামের সভাপতি প্রভাষক আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিনসহ অন্যান্য সদস্যদের উদ্যোগে একটি অসহায় গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। দলের একজন প্রবীণ নেতাকে আর্থিক সহায়তা করা হয়েছে।’

তিনি বলেন, ‘করোনা মহামারীর কঠিন এই দুঃসময়েও প্রবাসে অনেকে কাজ করতে পারছেন না। তারপরও দেশের মানুষের জন্য তাদের প্রাণ কাঁদে। শেকড়ের জন্য তাদের একটা টান রয়েছে। এই টান থেকেই তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা।’

তিনি আরো বলেন, ‘দলের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থাকতে হবে।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি