সব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নেতৃত্বে জেলা প্রশাসক, সিলেট কার্যালয়ে স্থাপিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এই সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মাহবুবুল আলম, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ মুত্তাজুল ইসলাম সহ বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। পরবর্তীতে সিলেট জেলা পুলিশ লাইন্সে স্থাপিত জাতির পিতার ম্যুরালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম সহ বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পন করেন।
এ উপলক্ষ্যে সিলেট জেলা পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধা এসপি এম সামছুল হক মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্য চিত্র বড় পর্দায় প্রদর্শণ করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি