জাতির পিতার প্রতিকৃতিতে সিলেট রেঞ্জের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১:১৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট রেঞ্জ পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসক, সিলেট কার্যালয়ে স্থাপিত ম্যুরাল ও জেলা পুলিশ লাইনের মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার (এডমিন) নুরুল ইসলাম, পুলিশ সুপার (ওপারেশন) মো. শাহিনুর আলম খান, পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম অ্যানালাইসিস) জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব, সিনিয়র সহকারি পুলিশ সুপার গৌতম দেবসহ অনান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

এ উপলক্ষ্যে সিলেট জেলা পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধা এসপি এম সামছুল হক মিলনায়তনে দোয়া এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্য চিত্র বড় পর্দায় প্রদর্শণ করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি