জাতির পিতার প্রতিকৃতিতে সিলেট মহানগর পুলিশের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ৮:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসক, সিলেট কার্যালয়ে স্থাপিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া বিপিএম, পুলিশ কমিশনার, পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) , শফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) , কামরুল আমিন, ডিসি (পিওএম), ফয়সল মাহমুদ, ডিসি (ট্রাফিক), তোফায়েল আহমেদ ডিসি (সদর ও প্রশাসন), মোহাঃ সোহেল রেজা পিপিএম, ডিসি (দক্ষিণ), সঞ্চয় সরকার, ডিসি (ডিবি ও প্রসিকিউশন), জ্যোতির্ময় সরকার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া সহ অনান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

পরবর্তীতে সিলেট জেলা পুলিশ লাইন্সে স্থাপিত জাতির পিতার ম্যুরালে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পন করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি