জরিমানা হতে পারে টুইটারের

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৫ আগস্ট ২০২০, ৮:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মাইক্রোবগ্লিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যকে ভুলভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে। এ জন্য তাদের জরিমানা হতে পারে।

টুইটারের বিরুদ্ধে অভিযোগ, নির্দিষ্ট বিজ্ঞাপন প্রচারের কাজে টুইটার ব্যবহারকারীদের মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে। এ অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন।

সিএনএন এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ফেডারেল ট্রেড কমিশন বলছে, ‘টুইটার ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিজেদের ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করছে বিজ্ঞাপন প্রচারের কাজে।’ অভিযোগ প্রমাণিত হলে ১৫০ মিলিয়ন ডলার থেকে ২৫০ মিলিয়ন ডলারের মধ্যে জরিমান হতে পারে।

অন্যদিকে, নিজেদের বিরুদ্ধে এই অভিযোগ একপ্রকার স্বীকার করে নিয়ে টুইটার বলেছে, এটা তাদের অসাবধানতাবশত হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি