সব
করোনাভাইরাস (কোভিড- ১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের মেয়াদোত্তীর্ণ ভিসা জরিমানা ছাড়া নবায়নের সুযোগ দেয়া হয়েছে। যাদের ভিসা গত ২৬ মার্চের পর আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ হবে তারাই এই সুযোগ পাবেন।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পাসপোর্ট ও বহিরাগমন অধিদফতরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের যাদের ভিসার মেয়াদ ২৬ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে অতিক্রম হয়েছে বা হবে তারা ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ভিসা ফি প্রদান সাপেক্ষে অতিবাস জরিমানা ছাড়া নবায়ন করতে পারবেন।
যেসব বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ উত্তীর্ণের তারিখ ২৬ মার্চের আগে বা ২৬ সেপ্টেম্বরের পরে তারা এর অন্তর্ভুক্ত হবেন না। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত তাদের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে ভিসা ফি, অতিবাস জরিমানা প্রদান প্রযোজ্য থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি