‘জনতার কামরান চত্বর’ মেনে নিলেন আরিফ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ১০:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

আন্দোলনের মুখে শেষ পর্যন্ত কামরান চত্বর’র দাবি মানতে বাধ্য হলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সিসিকের এক সভায় নীতিগত এ সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্বের ‘নগর চত্বরটি’ ‘কামরান চত্বর’ হিসেবেই ঘোষণা করা হবে।

মাসিক সভায় নগর চত্বরের নাম ‘কামরান চত্বর’ করার প্রস্তাব দেন সিসিকের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ সেলিম। এসময় উপস্থিত প্রায় সকল কাউন্সিলরবৃন্দ সেলিমের প্রস্তাবকে সমর্থন করেন।

পরে মেয়র আরিফুল হক চৌধুরীও সবার প্রস্তাবে সম্মতি দিয়ে এ বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য কমিটি গঠনের নির্দেশ দেন।

সিলেটডায়রিকে এসব তথ্য জানিয়েছেন সিসিকের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ সেলিম।

প্রসঙ্গত; গত ১৫ জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান বদর উদ্দিন আহমদ কামরান। জনতার কামরান হিসেবে খ্যাত সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নামে চত্বর দাবি করেছিলেন সিলেটের সামাজিক, রাজনৈতিক সহ সর্বমহল। সিসিকের বর্তমান মেয়র আরিফুর হক চৌধুরীও আশ্বাস দিয়েছিলেন নগর ভবনের সামনে নির্মানাধীন চত্বরটি কামরানের নামেই হবে।

গত রোববার রাতের আধারে নগর ভবনের সামনে চত্বরকে ‘নগর চত্বর’ নাম দিয়ে উদ্বোধন করেন মেয়র আরিফ। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে নগরবাসীর মনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

পরদিন সোমবার (২৭ জুলাই) সকালে মাঠে সিলেটের সর্বমহল। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ আপামর জনতা নগর চত্বর সরিয়ে ‘জনতার কামরান চত্বর’ এর নেইম প্লেইটও লাগিয়ে দেন তারা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি