জগন্নাথপুরে নিজ ঘরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১ সপ্তাহ আগে

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘর থেকে রেজাউল কবির (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জগন্নাথপুর থানার এসআই মিজান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল কবিরের ছোট বোন মাহবুবা আক্তার লিমা বলেন, ‘আমার ভাই সাত বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ জন্য তিনি বাড়িতে একা থাকতেন। আমরা সবাই সিলেটে থাকি। আমার বোনের ছেলে রাসেল তার দেখাশোনা করতেন। রাসেল গত পাঁচ দিন এলাকার বাইরে থাকায় ভাইয়ের খোঁজ নিতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘সন্ধ্যায় রাসেল বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।’

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। মরদেহ আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি