সব
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী খুন হয়েছেন। নিহতের নাম মো. আলেক মিয়া (৬৫)। তিনি উপজেলার পাইলগাও ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মাছিম উল্ল্যাহর ছেলে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পেশায় একজন দিনমজুর। তার প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে এবং দ্বিতীয় স্ত্রীর কোন সন্তানাদি নেই। তিনি থাকতেন দ্বিতীয় স্ত্রীর সাথে। এ ঘটনায় ঘাতক দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠার পর স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী লাঠি দিয়ে স্বামী আলেক মিয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই সুযোগে ঘাতক স্ত্রী পালিয়ে যায়। তবে তাৎক্ষনিক ঘাতক স্ত্রী নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের স্ত্রীকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি