সব
জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচনে নেতাকর্মিদের কঠিন বার্তা দিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন।
দিনের আলোতে নৌকার প্রচারনায় অংশ নিয়ে রাতে বিদ্রোহীদের সাথে ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের দল থেকে বের করে দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।
মঙ্গলবার বিকেলে জগন্নাথপুরের মধ্যবাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন, নৌকা জননেনত্রী শেখ হাসিনার প্রতিক, বঙ্গবন্ধুর প্রতিক, স্বাধীনতার প্রতিক। যার যার অবস্থান নৌকাকে বিজয়ী করতে কাজ করতে হবে। তিনি বলেন, নির্বাচনের পর জগন্নাথপুরে কমিটি দেওয়া হবে, যারা নৌকার পক্ষে কাজ করবে তাদেরকে কমিটিতে স্থান দেওয়া হবে।
সাধারন সম্পাদক নোমান বখ্ত পলিন বলেন, বিভিন্ন এজেন্সির মাধ্যমে ও আমাদের নিজস্ব মাধ্যমে আমরা খবর পাই কারা নৌকার পক্ষে আর কারা নৌকার বিপক্ষে রাতের আঁধারে কাজ করছে। সবাই সাবধান হয়ে যান, না হয় কঠিন পরিনতি ভোগ করতে হবে।
সভায় বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্থানীয় নেতাকর্মিদের নিয়ে বিভিন্ন পয়েন্টে প্রচারনায় অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, প্রবীণ নেতা সিদ্দিক আহমদ, রেজাউল করিম শামীম, আবুল কাসেম, জেলা আওয়ামী লীগ নেতা শামিম আহমদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভুইয়া, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বদরুল আলম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু শেখর ধর সীতু, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, কাউন্সিলর সোহেল আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, জগন্নাথপুর ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক ত্বাহা আহমদ প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি