সব
জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ নির্বাচিত হয়েছেন। উপজেলা যুবলীগের আহবায়ক (পদত্যাগ) আব্দুল আহাদ নারিকেল গাছ প্রতীক নিয়ে ২০৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের অন্য বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (বহিস্কৃত) ফারুক আহমদ জগ প্রতীকে পেয়েছেন ২০৮১ভোট। স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন আল ইসলাহর পৌর সভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ১৯৮৫ ভোট।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে মোট আটজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভা নির্বাচনে নৌকার ভরাডুবি হলেও কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
জকিগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১২ হাজার ৩৩৮ জন। এখানে পুরুষ কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ৩৩ জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৯জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উৎসব মুখর পরিবেশে আইনশৃংখলা বাহিনীর উপস্তিতিতে সর্বসাধারণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার গ্রহণ করেন। জকিগঞ্জ পৌর এলাকাতে ছিলো কড়া নিরাপত্তা।অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জকিগঞ্জে ছিলো তিন স্তরের নিরাপত্তা। শুক্রবার সন্ধ্যার পর থেকে যানবাহন চলাচলে নিষিদ্ধ করা হয়।
জকিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, সুন্দর ও পরিচ্ছিন্নভাবে ভোট প্রদান সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত। এসপি স্যারের নির্দেশে সকাল থেকে পুলিশ ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সুন্দর রাখতে কাজ করে গেছি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি