সব
২৮আগস্ট (শুক্রবার) জকিগঞ্জ থানার উদ্যোগে থানার অফিসার ফোর্সদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন
সকলকে সমন্বিতভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।এবং তিনি অফিসার ফোর্সদেরকে মাদকের বিরুদ্ধে আগামীতে আরো কঠোর হওয়ার নির্দেশনা প্রদান করেন। ।
মতবিনিময় সভায় অংশগ্রহনের পূর্বে প্রধান অতিথিও বিশেষ অতিথি মহোদয় জকিগঞ্জ থানার ইমিগ্রেশন, কাস্টমস, সার্কেল অফিস, মরিচা বাগানবাড়ী, বরাক নদীর মোহনা এবং জকিগঞ্জ থানার ব্যাডমিন্টন খেলার মাঠ, পুকুর, অফিসার ইনচার্জের বাসভবন, অফিসারদের কোয়ার্টার, প্রবাসী সহায়তা ডেস্ক ভবন পরিদর্শন করেন।
এ সময় অতিথিগন থানার পুকুরে বিভিন্ন প্রকার মাছের পোনা অবমুক্ত করেন।
সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম সিলেট রেঞ্জে যোগদানের পর এটি তাঁর প্রথম জকিগঞ্জে আগমন।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদীপ্ত রায়।
জকিগঞ্জ থানার পক্ষ থেকে সিলেট রেঞ্জের ডিআইজিও পুলিশ সুপার মহোদয়কে জকিগঞ্জ থানায় আগমন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছাও অভিনন্দন জানান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি