জকিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ ১৮-১৯ র আত্মপ্রকাশ

প্রতিনিধি,জকিগঞ্জ ;
  • প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০, ৬:১২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ঐতিহ্যবাহী এম সি কলেজের সবকটি ডিপার্টমেন্টে অধ্যয়নরত ১৮-১৯ সেশনের জকিগঞ্জের প্রায় শতাধিক শিক্ষার্থীর সমন্বয়ে ” জকিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ ১৮-১৯ “র আত্মপ্রকাশ ঘঠেছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের মেধাবী শিক্ষার্থী ফরহাদুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ১৮-১৯ সেশনের মেধাবী ছাত্র মাজেদ আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কলেজে অধ্যয়নরত জকিগঞ্জের ১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ তৈরি, শিক্ষা সহায়তা প্রদান ও জকিগঞ্জের সকল শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থার অগ্রগতি বেগবান করতে সর্বোচ্চ প্রচেষ্টাসহ নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গঠিত হয়েছে এই সংগঠন।

কমিটির অনন্য সদস্যরা হলেন (১৮-১৯), সহ-সভাপতি : রেদওয়ান মাহমুদ চৌধুরী (অর্থনীতি), সহ-সভাপতি: কাজী সায়েকা জান্নাত (বাংলা), সহ সাধারণ সম্পাদক : মুবাশ্বির আহমদ মারজান ( ইসলামের ইতিহাস), সহ-সাধারন সম্পাদক: মাহবুব আহমদ (গনিত), সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ ( রাষ্ট্রবিজ্ঞান), সহ-সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন ( রাষ্ট্রবিজ্ঞান), সহ সাংগঠনিক সম্পাদক : খুরশিদ আলম তুহিন ( অর্থনীতি) অর্থ সম্পাদক: সালমান আহমদ ( উদ্ভিদ বিদ্যা), প্রচার সম্পাদক: মো: মোহতাদী রাহাত (উদ্ভিদ বিজ্ঞান), সহ-প্রচার সম্পাদক: শাহিনা আক্তার ( রসায়ন), শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মাজেদ রহমান ( রাষ্ট্রবিজ্ঞান) সমাজ কল্যান সম্পাদক: ইসলাম উদ্দীন ( দর্শন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: তুহিন আহমদ ( প্রাণী বিদ্যা), সহ তথ্য বিষয়ক সম্পাদক: তারেক আহমদ ( সমাজবিজ্ঞান) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : তানজির রহমান সাজিদ ( রাষ্ট্রবিজ্ঞান ) আপ্যায়ণ বিষয়ক সম্পাদক : আহমেদ হাসান ( ইসলামের ইতিহাস), কমিউনিটি সেবা বিষয়ক সম্পাদক: নিশিতা রাণী দাস ( উদ্ভিদ বিদ্যা), প্রকাশনা ও গ্রন্থনা বিষয়ক সম্পাদক: আব্দুল করিম ( ইতিহাস), ধর্ম বিষয়ক সম্পাদক : মো: নাহিদ আল মাহমুদ( রাষ্ট্রবিজ্ঞান)ক্রিড়া বিষয়ক সম্পাদক :মিজানুর রহমান ( রসায়ন) সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক, বাহার উদ্দিন ( গনিত)

কার্যনির্বাহী সদস্য : তোফায়েল আহমদ ( ইতিহাস), কাঞ্চন মল্লিক (ইতিহাস ), নাসির আহমদ ( ইসলামের ইতিহাস), সাহেদ আহমদ ( অর্থনীতি) রিপন বিশ্বাস ( বি এ) মতলুব আহমদ ( বি এস এস) ইয়াহইয়া আহমদ ( বিএ পাস) মুন্না আহমদ ( পরিসংখ্যান), আহমদ আল জুবের ( বি. এ), শিহাব উদ্দিন ( বি. এ ) প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি