জকিগঞ্জ ঐক্য পরিষদের আলোচনা সভা ও কবির আহমদের স্বরনে দোয়া মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ২:১৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের আয়োজনে আলোচনা সভা ও সদ্য প্রয়াত কবির আহমদ’র স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩অাগস্ট (রবিবার) ফ্রান্স প্যারিসের একটি অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে এ সাধারন সভা অনুষ্টিত হয়।

সাহেদ আহমদের সভাপতিত্বে সাধারন সম্পাদক আশফাক রাহাত চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কবির উদ্দীন, সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আজিম, সদস্য কয়েস আহমদ, সদস্য মারুফ মালিক (লিওন)।

সভায় বক্তারা, প্রবাসে জকিগঞ্জীরা ঐক্যবদ্ধ হয়ে জকিগঞ্জের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করে বলেন, পদলোভী না হয়ে নিঃস্বার্থে দেশ ও জাতির দুঃসময়ে এগিয়ে আসতে হবে। এসময় ফ্রান্সে নবাগতদের বিভিন্নভাবে সহায়তা প্রদান, পরিষদের মাধ্যমে মৃত্যু ফান্ড গঠন করে প্রবাসী মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে প্রেরনের ক্ষেত্রে সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহ-সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুন নূর, রিপন আহমদ চৌধুরী, টিপু সুলতান চৌধুরী, এনামুল হক,আহমেদ আরিফ,হুসাইন আহমদ,দেলওয়ার হোসাইন, আহমেদ সাব্বির চৌধুরী, ফরিদ উদ্দীন চৌধুরী, সুফিয়ান আহমেদ,নাজিম উদ্দিন, কালাম আহমদ, নাজমুল ইসলাম পারুল,তাজির আহমদ, সাবুল জালিল প্রমূখ ।

সভা শেষে সদ্য প্রয়াত কবির আহমদের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন কাজী মোঃআব্দুল মুহিত।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি