জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবস পালন

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

শনিবার (১৫ আগস্ট) সকালে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শেমলী, উপজেলা এসিল্যান্ড পল্লব হোম দাস, আওয়ামীলীগ নেতা এম এ জি বাবর প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি