সব
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ৯ আগস্ট রবিবার প্রাকৃতিক পর্যটন কেন্দ্র কানাইঘাটের লোভাছড়ায় ভ্রমণ করা হয়।
উপজেলা শাখার সভাপতি আহমদ আল মনজুর ও সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিকের নেতৃত্বে ভ্রমণে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি তালামীযের সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কায়েস মাহমুদ চৌধুরী, মাওলানা খালেদ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর তালামীযের সহ-সভাপতি জুনেদ আহমদ, উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, প্রচার সম্পাদক আব্দুস ছামাদ, সহ-প্রচার সম্পাদক তাহের আহমদ চৌধুরী, অফিস সম্পাদক সাদিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মারুফ আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজান আহমদ, আব্দুল বাছিত বাছন, সদস্য সাদিক আহমদ, হাসিব আহমদ তাপাদার সহ উপজেলা শাখার আওতাধীন বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
উল্লেখ্যঃ জকিগঞ্জ উপজেলা তালামীয ঈদ পূণর্মিলনী ভ্রমণের মধ্যে শিক্ষামূলক সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তব্য, আবৃত্তি প্রতিযোগিতা ও পুরুষ্কার প্রদান করেছে।
মনোমুগ্ধকর ভ্রমণ শেষে জকিগঞ্জ উপজেলা তালামীয সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি