জকিগঞ্জ উপজেলা তালামীযের দোয়া মাহফিল সম্পন্ন

প্রতিনিধি,জকিগঞ্জ ;
  • প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ৭:০০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর তালামীযের সহ-অফিস সম্পাদক জামাল আহমদ এবং মানিকপুর ইউনিয়ন তালামীযের সাবেক সাংগঠনিক সম্পাদক মন্তাজ্জুর রহমান সুমনের মায়ের রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, উভয়েই সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জকিগঞ্জ উপজেলা তালামীযের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার বিকালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর।

উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু সাঈদ আশিকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পূর্ব শাখার সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক আবু সুফিয়ান, কালিগঞ্জ বাজার পূর্ব জামে মসজিদের ইমাম মোঃ জাফর আহমদ, উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, জকিগঞ্জ সরকারী কলেজে র সাবেক সভাপতি মাসুদ আহমদ খান, জকিগঞ্জ পৌর তালামীযের সাধারণ সম্পাদক মারজান আহমদ, মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মাহবুব আলম মারুফ, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ রিজভী প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি