জকিগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ যুবক আটক

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৩ জুলাই ২০২০, ১:৩০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জকিগঞ্জ উপজেলাধীন ৮নং কসকনকপুর ইউনিয়নের হাতিডহর (জায়গীরদার) গ্রামে শরীফ আহমেদ তাপাদার (৩১) নামে এক যুবককে,৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত যুবক জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের আব্দুল মোতালিব তাপাদারের ছেলে শরীফ আহমেদ তাপাদার ওরফে (সিএনজি শরীফ)।

জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহন রায় বলেন, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সুদীপ্ত রায় মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের মহোদয়ের তত্বাবধানে আমার নেতৃত্বে এ এস আই তাজুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ২২ জুলাই (বুধবার) উপজেলার কসকনকপুর ইউনিয়নের জায়গীরদার গ্রামে, হানিফ আহমদ বাবুলের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোহন রায় বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং৩৬।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি