সব
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নে “স্মাইলেজ চ্যারিটি ইউকে” এর উদ্যোগে রোববার (২ আগস্ট) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব, অসহায় হতদরিদ্র ৪০০ পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।
এসময় স্বেচ্ছাসেবক দায়িত্বে ছিলেন, কান্ট্রি ম্যানেজার সিরাজুল ইসলাম তাপাদার সেলিম, আব্দুল মান্নান, মাওলানা আব্দুল বাছিত, শাহজাহান আহমদ তাপাদার, সাইদুর রহমান তাপাদার, দিদারুল ইসলাম তাপাদার, রবিউল ইসলাম তাপাদার।
অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, আব্দুল করিম, আব্দুল গণি, আব্দুল কাদির, কুতুব উদিন, প্রমুখ।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে আসতেছে। ২০১৮ সালে গঠিত “স্মাইলেজ চ্যারিটি ইউকে” প্রতিষ্ঠার পর ২০১৯ সালে রমজান মাসে প্রায় ২৫০ অসহায়, হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও ঈদুল আযহায় কোরবানির মাংস বিতরণ করা হয়।
এবং ২০২০সালে মহামারী করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে গরিব, দুস্থ, অসহায়, সাময়িক কর্মহীনও নিঃস্ব মানুষের কল্যাণে, ৩০০ পরিবারের দ্বারে দ্বারে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও নগদ টাকা পৌঁছে দেয়া হয়।
এবং বিভিন্ন সময় এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিকভাবে সহযোগিতা করে আসতেছে “স্মাইলেজ চ্যারিটি ইউকে”।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি