জকিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামী কারাগারে

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০, ১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জকিগঞ্জে ৪ বছরের এক শিশুকন্যা পাশবিকতার শিকার হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ব্রাহ্মবাড়িয়া জেলার সরাইল থানার দামাউড়া গ্রামের আতাব উল্লার ছেলে শাহ আলমকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ শাহ আলমকে আটক করে সোমবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেণ।

অভিযোগে জানা যায়, শাহ আলম জকিগঞ্জ পৌরসভার কেছরী গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকত। শিশুটিকে রাস্তায় একা পেয়ে সে তার ভাড়াটিয়া ঘরে নিয়ে এ পাশবিক নির্যাতন চালায়।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি