সব
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ ভূমিহীন ও গৃহহীন ৫৫ পরিবারদের হাতে জমির দলিলসহ আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি হস্তাস্তর করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারী) সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫৫টি পরিবারের হাতে এসময় জমি ও গৃহের কাগজ পত্র প্রদান করা হয়েছে।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম আলী হায়দার, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, সহকারী কমিশনার ভূমি পল্লব হোম দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল মেহেদী, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসেরসহ জকিগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারি।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ, খলাছড়া, বারঠাকুরী, কসকনকপুর ও কাজলসার ইউনিয়নের জনপ্রতিনিধিসহ উপকারভোগী ৫৫টি পরিবারের সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুসলিম মিয়া।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি