জকিগঞ্জে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

;
  • প্রকাশিত: ১৭ জুলাই ২০২০, ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে আজ বিকাল তিনটায় চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান।

হাকিম মাওলানা এম.এ বারীর সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, ইছামতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল অাহমদ, মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসার স্বনামধন্য শায়খুল হাদীস মুফতি আব্দুল মালেক কাসীমি, বিশিষ্ট সমাজ সেবক শফিকুর রহমান, মদিনা ইউনিভার্সিটির কৃতী ছাত্র মুফতী হামিদুর রহমান, জকিগঞ্জ থানার এস.আই সম্রাজ মিয়াও এ এস আই মখলিস মিয়া।

এছাড়াও বক্তব্য প্রদান করেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউ/পি সদস্য ফারুক আহমদ ফুরুক, ৪নং ওয়ার্ডের ইউ/পি সদস্য কফিলুজ্জাম কফিল, হোসেন রাজা, এস এম অাহাদুর রহমান, হাসান আহমদ, ছাত্রনেতা আবুল কাহের মাসুদ তালুকদার, ছাত্রনেতা মুর্শেদ আলম মুন্না, ছাত্রনেতা এস এম মিজানুর রহমান, ছাত্রনেতা সালমান তালুকদার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সফলতা কামনা করেন এবিং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি