জকিগঞ্জে পৌর এলাকায় রাস্তার বেহাল দশা, গ্রামবাসীর দুর্ভোগ

মাহতাব উদ্দিন, জকিগঞ্জ;
  • প্রকাশিত: ২০ জুলাই ২০২০, ৮:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

অবহেলিত রাস্তাটি জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পৌরসভার অন্তর্গত উওর নোয়াগ্রামের।

ছবিতে ধারণকৃত রাস্তাটি দেখলে যে কেউ চমকে উঠবেন। বর্তমান তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ ডিজিটাল এই যুগেও এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করে শত শত লোক। আশ্চর্যের বিষয় হলো এই রাস্তাটি পৌরসভা এলাকারও অন্তর্গত। পৌর জনপ্রতিনিধিরা থাকলেও এই রাস্তাটির বেহাল দশা কারো নজরে পড়ছেনা।

একটু বৃষ্টি হলেই রাস্তাটি হয়ে যায় জনগণের চলাচল অযোগ্য। ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য থাকলেও কারো নজরে আসছেনা রাস্তাটি। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় গ্রামের লোকজন। যেখানে পায়ে হেটে যাওয়া ত দুরের কথা, সেখানে যান চলাচল রাস্তা দিয়ে আদৌ অসম্ভব।

এনিয়ে গ্রামের জনসাধারণের ক্ষোভের শেষ নেই। গ্রামবাসী জন প্রতিনিধিদের সুদৃষ্টি কামনাসহ দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানান।

এ বিষয়ে ৪নং খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমদ জানান, রাস্তাটির অন্যপ্রান্তে কাজ চলছে, বর্ষা মৌসুম থাকায় কাজ বন্ধ রয়েছে। আশা করছি শুকনো মৌসুমের আগেই রাস্তাটির কাজ দ্রুত সম্পন্ন হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি