জকিগঞ্জে পরিচয়হীন ব্যক্তি দূর্ঘটনায় অবস্থা সংকটাপন্ন, সিলেটে স্থানান্তর

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ৫:০৬ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

জকিগঞ্জ হাসপাতালে এক পরিচয়হীন ব্যক্তির দুর্ঘটনায় গুরুতর রক্তাক্ত অবস্থায় খবর পাওয়া গিয়েছে।

১৪ আগস্ট রাত ৮.৪০ মিনিটের সময় জকিগঞ্জের স্থানীয় লোকজন দূর্ঘটনায় গুরুতর রক্তাক্ত ব্যক্তিকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একজন ডাক্তার জানালেন জকিগঞ্জের স্থানীয় লোকজন দূর্ঘটনায় গুরুতর রক্তাক্ত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছে কিন্তু তার কোন পরিচয় পাওয়া যায় নাই। অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, মেডিকেলে রেফার্ড করা হচ্ছে কিন্তু নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স রয়েছে তবে তার চালক নেই।
তাই লোকটিকে বাঁচানো জরুরী, পরিচয় হয়ত পরে পাওয়া যাবে বিদায় জকিগঞ্জ সোনার বাংলা সমবায় সমিতির মোঃ জাফরুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিক সাড়াঁ দিয়ে এ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন।

দুর্ঘটনায় সংকটাপন্ন ব্যক্তিকে নিয়ে রাত ০৯.১৫ মিনিটের দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তিনি বলেন, যদি তার পরিচয় পাওয়া যায় তাহলে জকিগঞ্জ থানায় যোগাযোগ করবেন।
তবে দুর্ঘটনাস্থল কোথায়, কিভাবে কারা তাকে আহত করল তা জানা যায় নি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি