জকিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কবির আহমদ গুরুতর আহত

প্রতিনিধি,জকিগঞ্জ ;
  • প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০, ৮:২২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের জকিগঞ্জ উপজেলার সেনাপতিরচক গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় কবির আহমদ (৫১) গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে বাড়ির নিকটস্থ বাহরতলী বিল থেকে চাঁই (ডরি) উঠাতে গিয়েছিলেন কবির। এসময় মধ্যযুগীয় কায়দায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতের চিৎকার শুনে লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। আহতের পরিবারের সদস্যরা জানান, তার মাথা এবং বুকে গুরুতর জখম রয়েছে, বর্তমানে জ্ঞান ফিরলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এদিকে মঙ্গলবার রাত আটটায় অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে কবির আহমদের পরিচয় জানতে চাওয়া হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এলাকা জুড়ে বিরাজ করছে নিন্দার ঝড়। পারিবারিক সূত্র জানিয়েছে, থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ চলছে। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটতে পারে। তবে মামলার প্রেক্ষিতে তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি