জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ২:৩৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ বুলবুল আহমদ মাছুম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মহরম আলীর নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার বিরশ্রী ইউনিয়নের মইয়াখালী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাছুম জকিগঞ্জ থানাধীন কোনারগাও গ্রামের মৃত শোয়েব উদ্দিনের ছেলে। এসময় তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মহরম আলী বাদি হয়ে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সিলেট জেলাকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থেকে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি