জকিগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২, ৯:৪০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

জকিগঞ্জে সুমি বেগম নামে সদ্য বিবাহিত এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) রাতে কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমি বেগম একই এলাকার মঙ্গলশাহ গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে হাবিবুর রহমানের স্ত্রী এবং জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আব্দুল জলিলের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম বলেন খবর পেয়ে গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য সিলেটের ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

গৃহবধূর বাবা আব্দুল জলিল জানান প্রায় দুই মাস আগে সুমি বেগমের সাথে হাবিবুর রহমানের বিয়ে হয়। এর পর থেকে সুমির উপর অত্যাচার করতেন তাঁর স্বামী ও পরিবারের লোকজন। তাঁর দাবি যৌতুকের কারণে সুমিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি