সব
জকিগঞ্জে উপজেলায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ ঘটনায় গৃহবধুর স্বামীকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি জকিগঞ্জ ইউনিয়নের হোসনাবাদ গ্রামের বাবুলাল বিশ্বাসের ছেলে প্রজ্জয় কুমার বিশ্বাস (৩৫)।
সে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত আছে বলে জানা যায়।
১১আগস্ট মঙ্গলবার বেলা ১.৩০ঘটিকার দিকে তাকে আটক করা হয়।
জকিগঞ্জ পুলিশ জানায় , প্রজ্জয় কুমার বিশ্বাস তার স্ত্রী পলিসুতাকে নিয়ে আলমনগর গ্রামে বাসা ভাড়ায় থাকতো। মঙ্গলবার তার স্ত্রীকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্বামীকে আটক করে এবং লাশ উদ্ধার করে মায়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা যায়, মৃত গৃহবধুর গ্রামের বাড়ি বরিশাল, প্রজ্জয় কুমার বিশ্বাস এর সাথে প্রেম করেই তাদের বিবাহ হয়েছিলো। সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে কলোহ ছিলো। নিহত গৃহবধুর স্বামীর দাবী, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের জানান, গৃহবধুর মৃত্যু রহস্যজনক, খবর পেয়ে পুলিশ তার স্বামীকে আটক করেছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা পুলিশ তদন্ত করে তথ্য উদঘাটন করবে।
খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি