সব
সিলেটের জকিগঞ্জে ১ জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ ।
শনিবার বিকাল সাড়ে ৫টায় জকিগঞ্জ থানার বিরশ্রী ইউনিয়নের কান্দিরবন্দ সাকিন এলাকা থেকে ১শ পিস ইয়াবাসহ মো.ইসলাম উদ্দিন (৩৬)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো.ইসলাম উদ্দিন সিলেটের জকিগঞ্জ থানার কান্দিরবন্দ এলাকার মো.জসিম উদ্দিনের ছেলে ।
পুলিশ জানায় ইসলাম উদ্দিনের দেহ তল্লাশি করে ১০০পিস ইয়াবা উদ্ধার করে । এ সংক্রান্তে জকিগঞ্জ থানার মামলা রুজু করা হয়েছে। এছাড়াও মো.ইসলাম উদ্দিনের বিরুদ্ধে আর ৫ টি মাদক মামলা বিচারাধীন ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ও মিডিয়া ) মো.লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয় নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই গ্রেফতার। সিলেটবাসীকে অনুরোধ করবো মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি