সব
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় তত্ত্বাবধানে এবং জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের এর নেতৃত্বে জকিগঞ্জে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে রোববার রাত ১টা ২০ মিনিটের সময় জকিগঞ্জ পৌরসভার অন্তর্গত মাইজকান্দি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ আলম আহমদ উরফে ছালম (৩৫) কে আটক করেছে পুলিশ।আটককৃত আলম জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দি গ্রামের মৃত আব্দুর রকিব ছেলে ।
জানা যায়,জকিগঞ্জ থানার একদল পুলিশ আটক আলম আহমদ উরফে ছালমের বসত বাড়ির সামনের উঠান থেকে তাকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচা হতে ১টি নীল রংয়ের পলিথিনের ভিতর (৩০) তিশ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় আলম আহমদ উরফে ছালমের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সিলেট জেলাকে মাদকমুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে জকিগঞ্জ থেকে মাদকের বিস্তার রোধে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি