সব
জকিগঞ্জ উপজেলাধীন ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য উস্তার হোসেন চৌধুরীর পিতা আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শালিসি ও সামাজিক ব্যক্তিত্ব আইয়ুব আলী চৌধুরী ২০ জুলাই সোমবার রাত ১২.৩০ ঘটিকায় বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
সোমবার বেলা ২.৩০ ঘটিকায় আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযায় ইমামতী করেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হুছামুদ্দীন চৌধুরী।
জানাযায় উপস্তিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ৩নং কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সবুর, সহ সুপার মাওলানা হাফিজ জামিল আহমদ, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আং কাদির জিহাদি, জালালপুর জালালীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ আং রহমান, ইছামতী কামিল এম এ মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুল লতিফ শামীম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ, ইউপি সদস্য আব্দুস ছালাম, কফিলুজ্জামান, প্রিন্সিপাল ইয়াহিয়া আহমদ চৌধুরী সহ জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুম আইয়ুব আলী চৌধুরী তাঁর কর্ম জীবনের একটা বড় অংশ মসজিদ, মাদ্রাসা, ইসলামি দ্বীনি খেদমত বিশেষ করে আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের একনিষ্ঠ খাদিম ছিলেন তিনি। একসময় উনি আটগ্রাম বাজারে বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন।
তিনি ছিলেন সমাজ সেবক একজন মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যিনি সর্বদা জড়িত ছিলেন।
উল্লেখ্যঃ মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে ও ৩মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন গুনগ্রাহী রেখে যান।
তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাযা শেষে তাঁকে পারিবারিক গুরুস্তানে সমাহিত করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি