জকিগঞ্জে অসহায় মানুষের মাঝে কুরবানীর গোস্ত বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৪ আগস্ট ২০২০, ২:১৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী’র সার্বিক তত্বাবধানে ‘লতিফি হ্যান্ডস’ এর ব্যবস্থাপনায় এ বছর দশ হাজার অসহায় মানুষের মধ্যে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। ঈদের দিন এবং ঈদের ৩য় দিনে ১০ হাজার মানুষ কুরবানির গোসত পেয়েছেন।

“লতিফি হ্যান্ডস” বহুমুখী সমাজসেবা মূলক কাজের মাধ্যমে অসহায় দিনমজুর, এতিম, মিসকিন, প্রতিবন্দী, গৃহহীন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ছায়া হিসাবে কাজ করছে।

সোমবার লতিফি হ্যান্ডসের কুরবানী গোস্ত, নগদ অর্থ এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণের সময় আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী। এ সময় উপস্থিত ছিলেন এলিট ফোর্স র‍্যাব ১ এর সহকারী পরিচালক নোমান আহমদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো আব্দুন নাসের, এস আই আহসান রাজা, রনি আহমদ প্রমুখ।

উল্লেখ্যঃ পশু ক্রয়, কুরবানী, গোসত রেডি করে বিতরণ পর্যন্ত প্রত্যেক টি কাজে দিন-রাত পরিশ্রম করেছেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলীর ছাহেবজাদা মাওলানা গুফরান আহমদ চৌধুরী, মাওলানা ফারহান আহমদ চৌধুরী, লোকমান আহমদ চৌধুরী সাদি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি