জকিগঞ্জের পশুর হাটে চাহিদার অর্ধেক গরু, দাম হাতের নাগালে

মাহতাব উদ্দিন, জকিগঞ্জ ;
  • প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ২:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

পবিত্র ঈদ আযহা উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলায় এবার চাহিদার অর্ধেক গরু থাকলেও দাম কম রয়েছে বলে জানা গেছে।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আহমদ জানান, এবার জকিগঞ্জে ১৩ হাজারের বেশি গবাদিপশু কোরবানি হবে বলে ধারনা করছে স্থানীয় প্রাণী সম্পদ অফিস।
জকিগঞ্জে খামার পর্যায়ে যেসব গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, তা চাহিদার প্রায় অর্ধেক।

উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ জানান, উপজেলায় ৬টি অস্থায়ী গরুর বাজারসহ উপজেলায় মোট ১১টি গরুর বাজার রয়েছে।
করোনা ভাইরাসের কারণে সব গরুর হাটেই ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয়ের আহবান জানান তিনি।

জকিগঞ্জের বিভিন্ন বাজারের ইজারাদাররা বলেন, এবার ঈদ উপলক্ষে জকিগঞ্জে ভারতীয় গরু নেই, এমনকি বিভিন্ন জেলা থেকেও গরু আসছেনা। গরুর বেচা বিক্রি খুবই কম। ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। এবার বাজারে স্থানীয় কৃষকদের গরুই বেশী। গরু কম বিক্রি হওয়ায় ইজারাদারগণ ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ছবিটির চিত্র জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি