সব
সিলেটের জকিগঞ্জে ৩নং কাজলসার ইউনিয়নে সরকারি আশ্রয়ণ প্রকল্প থেকে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে ধর্ষণ করার খবর পাওয়া গিয়েছে। এঘটনায় সুনামগঞ্জের ছাতক উপজেলার সাজ্জাদ মিয়া ও সজিব আহমদ নামের দুইজনকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, গত ৮ আগস্ট নিখোঁজ কিশোরীর মায়ের সাধারণ ডায়রির প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ।
মোবাইল ফোন নম্বরের তথ্য সূত্রে সিলেট শহরের কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর থেকে সজিবকে গ্রেপ্তার করে মেয়েকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে সজিবের দেয়া তথ্যে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৭ বছর বয়সী ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক ছিলো সাজ্জাদ মিয়ার এবং তাকে সহযোগিতা করে তার খালাতো ভাই সজিব। এরপর গত ৭আগস্ট মোবাইল ফোনে কথা বলে ঘর থেকে বের করে আশ্রয়ণ প্রকল্পের সামনে থেকে একটি সিএনজিতে তোলে কিশোরীকে অপহরণ করে সিলেটের আখালিয়া এলাকার আসামী সাজ্জাদের আত্নীয়ের একটি ভাড়াটিয়া বাসায় রেখে মেয়েটিকে সারারাত ধর্ষণ করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহিনুর রহমান জানান, নিখোঁজ কিশোরীর মা থানায় জিডি করার পর আমরা প্রযুক্তির মাধ্যমে আসামী সজিবকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করি।
এবিষয়ে জকিগঞ্জ থানায় ওই কিশোরী বাদী হয়ে মামলা করেন। এদিকে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় জানান, নারী, শিশু নির্যাতন ও যৌন হয়রানি আইনের দৃষ্টিতে খুব ভয়াবহ অপরাধ। উক্ত ঘটনায় আমরা ২ জনকে গ্রেপ্তার করেছি। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি