জকিগঞ্জের ইউএনওর বিদায়ে নতুন ইউএনও সুমী আক্তার

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ৪:১২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে বিদায় নিচ্ছেন বিজন কুমার সিংহ। তিনি সিলেট সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলী হয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে বিদায় নিচ্ছেন।

২০১৮সালের ৭ফেব্রুয়ারি জকিগঞ্জে যোগদান করার পর থেকেই সরকারি সেবা সর্বসাধারণের দুয়ারে পৌছিয়ে দিতে নিজেকে নিবেদন করেন। গত আড়াই বছরে তিনি তার কর্মের দ্বারা জকিগঞ্জের সর্বস্তরের মানুষের মন জয় করেছেন।একজন মানবিক অফিসার হিসেবেই তিনি সর্বজনখ্যাত।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ে জকিগঞ্জে প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন সুমী আক্তার। ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারভুক্ত হয়ে তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভুমি) কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের ইউএনও হিসেবেও কাজ করেছেন তিনি।

আগামী বৃহস্পতিবার বিদায়ী ইউএনও’র শেষ কর্মদিবস এবং রোববার নবাগত ইউএনও’র প্রথম কর্মদিবস হতে পারে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি