সব
বৃহত্তর কালিগঞ্জ সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে জকিগঞ্জকে মাদকমুক্তকরণও মিথ্যা সংবাদ সম্মেলনের অভিযোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৩ আগস্ট (রবিবার) বাদ আছর উপজেলার কালিগঞ্জ বাজারে মাদকও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচিতে বৃহত্তর কালিগঞ্জের সর্বস্তরের সচেতন জনসাধারণও বাজারের ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই, মাদক মুক্ত জকিগঞ্জ চাই। জকিগঞ্জে মাদক ব্যবসায়ীও সন্ত্রাসীরা নানাভাবে ষড়যন্ত্র করতেছে, মানববন্ধনে সকলের একটাই দাবী অনতিবিলম্বে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্তা নিতে সরকারও প্রাশাসনের সু-দৃষ্টি কমনা করেন। জকিগঞ্জ থানাকে মাদক মুক্ত দেখতে চায় জকিগঞ্জবাসী। বক্তারা আরও বলেন কক্সবাজারের পরই জকিগঞ্জকে জাতীয় পত্রিকার মাধ্যমে মাদকের রুট হিসেবে চিন্হিত করা হয়।তারপরই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের মাধ্যমে জকিগঞ্জে থেকে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেন। এরপর থেকেই শুরু হয় মাদক বিরোধী অভিযান। সেই অভিযানে জকিগঞ্জের মানুষ সন্তুষ্টি প্রকাশ করে এবং জকিগঞ্জ প্রশাসনকে ধন্যবাদ জানায়। জকিগঞ্জের সচেতন মানুষ যুবসমাজকে মাদকের হাত থেকে বাচাঁতে চায়। কিন্তু কিছু মাদক সম্রাটরা পলাতক থেকেই জকিগঞ্জের প্রশাসনের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে এবং সম্পূর্ণ মিথ্যাচারভাবে কথিত মাদক ব্যবসায়ী, যাকে তার এলাকার প্রায় ৮০ভাগ মানুষ মাদকব্যবসায়ী হিসেবে চেনেন এবং জানেন। যার বিরুদ্ধে মাদকের মামলাও আছে। তাকে বাচাতে সাজানো সংবাদ সম্মেলন করে। তাদের এই ষড়যন্ত্রের প্রতি মানববন্ধনে বক্তারা ত্বীব্র নিন্দা জানায়। জকিগঞ্জের মানুষ মাদকের বিরুদ্ধে স্বচ্ছার আছে থাকবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি