ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৬ আগস্ট ২০২০, ৮:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দিনাজপুর সদরে জমিজমার বিরোধ নিয়ে ছোট ভাই ফরিদুল ইসলামের কোপে বড় ভাই আব্দুস সালাম (৫৩) খুন হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দিনাজপুর সদরের পুলহাট হামজাপুর গ্রামের এই ঘটনা ঘটে।

নিহত বড় ভাই আব্দুস সালাম ও খুনি ফরিদুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার পুলহাট হামজাপুর গ্রামের বদু মোহাম্মদের ছেলে।

নিহতের ছেলে ফাতাউদ জামান বলেন, বুধবার দিবাগত রাতে ৫ ফুফু আর আমার বাপ-চাচারা ৪ ভাই দাদার অবর্তমানে জমিজমা ভাগ ভাটোয়ারা নিয়ে আমার এক চাচার বাড়িতে বৈঠক বসে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কে কি পরিমান জমি পাবে। বৈঠন চলাকালে আমার ছোট চাচা ফরিদুল ইসলাম উত্তেজিত হয়ে আমার ফুফুদের মারধর করে।

তিনি বলেন, বৈঠকে আমার বাবা ও আরো দুই চাচার ওপর ছোট চাচা ফরিদুল ইসলাম উত্তেজিত হয়ে বড় হাসুয়া নিয়ে কোপাতে যায়। বৈঠক শেষ না করেই ভয়ে সবাই পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার ভোরবেলা বাবা আমাদের গরুর গোবর ফেলার জন্য বাড়ি থেকে বের হলে ছোট চাচা ফরিদুল ইসলাম হাসুয়া নিয়ে আমার বাবাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় আমি বাবাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা নিশ্চিত করে বলেন, সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করছি। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে। খুনিকে অবশ্যাই আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি