ছাত্রলীগ নেতা বাছিত খুন, প্রধান আসামী গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত হত্যা মামলার প্রধান আসামী সুমন মিয়া ঢাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন মিয়া (২৭) উপজেলার টেংরা গ্রামের টিলাবাড়ীর মৃত নামর মিয়ার পুত্র।

শনিবার বিকেলে সাড়ে ৫টায় থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম ও এসআই রুমেন আহমদের নেতৃত্বে এসআই সৈয়দ ফখরুল ইসলামসহ থানার একদল পুলিশ সদস্যরা ঢাকার গুলশানের বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই রুমেন আহমদ। ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত হত্যা মামলার ৯দিন পরে মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

এরআগে গত মঙ্গলবার দিবাগত রাতে মামলার ২নং আসামী তোরন মিয়ার পুত্র ফারুখ মিয়া (২৫) কে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, পূর্ব বিরোধের জেরে শুক্রবার দিবাগত রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার পুত্র প্রতিপক্ষের ছুরিকাঘাাতে ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত (২৫) খুন হন। এ ঘটনায় গত রোববার বাছিতের বড় ভাই বাদী হয়ে ৫জনকে আসামী করে মামলা দায়ের করেন, (মামলা নং-১৩)।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি