ছাত্রলীগ নেতা কাজী রিফাতের মায়ের ৩য় মৃত্যুবার্ষিকী পালন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ৯:৪০ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সাবেক ছাত্রলীগ নেতা কাজী রিফাতের মমতাময়ী মায়ের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাদ মাগরিব ৪৩/এ কাজীটুলাস্থ বাসভবনে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় মিলাদ মাহফিল শেষে এলাকাবাসীদের শিরনী বিতরণ করা হয়। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন রকীব শাহ মাজারের ইমাম তাজুল ইসলাম।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, বিকল্পধারা সিলেট বিভাগের সদস্য রকীব শাহ মাজারের মোতাওয়াল্লী কাজী কামাল আহমদ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদৈর ইউরোপীয় ইউনিয়ন শাখার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সিলেট বিভাগের প্রধান সমন্বয়কারী আনোয়ার উদ্দিন আহমদ রুনু, মরহুম স্বামী কাজী আতাউর রহমান ছাবিদ হোসেন, কাজী মিজানুর রহমান, সামসুল ইসলাম মুন্না, মুহিত হোসেন আলামীন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি