সব
ছাতক-দোয়ারার ১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১নভেম্বর। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর। ১৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সদস্যা প্রার্থীরা বর্তমানে নির্বাচনী মাঠকে সরগরম করে রেখেছেন।
এদিকে সকল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা এখন ঢাকায় অবস্থান করছেন। আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে তারা দলীয় মনোনয়ন সংগ্রহ করছেন। রাজধানীর ধানমন্ডিস্থ সভাপতির কার্যালয় থেকে ইতিমধ্যে অনেকেই মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। দলীয় নির্বাচনী বোর্ড সিদ্ধান্ত দিলেই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী তারা।
সকল ইউনিয়নেই একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করতে যাচ্ছেন। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়তে চান হাজী স্বপন মিয়া। তিনি দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গয়াছ আহমদ দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। জাউয়াবাজার ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম ও শাহীন তালুকদার। কালারুকা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান অদুদ আলম, আব্দুল মুকিত, দক্ষিণ খুরমা ইউনিয়নে আহবাব মিয়া তালুকদার সাজু দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। ছাতক সদর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, রঞ্জন কুমার দাস ও মাফিজ আলী।
খোজ নিয়ে জানা গেছে অনেক চেয়ারম্যান প্রার্থীরা ঢাকার পথে রয়েছেন। দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের জন্য আরো অনেকেই ঢাকায় অবস্থান করছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি