ছাতকে গাড়িচাপায় বারকি শ্রমিক নিহত

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ২ নভেম্বর ২০২১, ১২:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সুনামগঞ্জের ছাতকের ভারত সীমান্তে গাড়িচাপায় এক বারকি শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১ নভেম্বর) সকালে ছাতকের ইসলামপুর ইউনিয়নের ভারত সীমাম্তের ইছামতি নদীতে।

জানা যায়, ভারতীয় চুনাপাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভারত সীমান্তের অভ্যন্তরে ইছামতি নদীতে পড়ে যায়। এ সময় নৌকায় বসে থাকা বাংলাদেশি বারকি শ্রমিক আকিব হোসেন (২৫) ট্রাকের ধাক্কায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত আকিব হোসেন ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র। তার লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে ভারতীয় পুলিশ আগামীকাল মঙ্গলবার লাশটি হস্তান্তর করতে পারে বলে তিনি আশাবাদী।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি