ছাতকে ‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‍‍‌’কীপ ক্লিন গোবিন্দগঞ্জ‌‌‍‍‍’ এর উদ্দ্যোগে মতবিনিময় সভা

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

ছাতকে কীপ ক্লিন গোবিন্দগঞ্জ এর উদ্দ্যোগে মতবিনিময় সভা মঙ্গলবার (১২এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জ রাজ্জাক ম্যানশনের দ্বিতীয় তলায় অনুষ্টিত হয়েছে।

শামিম আহমদ তালুকদার এর সঞ্চালনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো:মামুনুর রহমান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, ক্লীন গোবিন্দগঞ্জের উদ্দ্যোক্তা ব্রীজ একাডেমির প্রতিষ্টাতা আয়ুব কমর আলী, এডভোকেট আবুল কালাম, প্রধান শিক্ষক আতাউর রহমান, প্রিন্সপাল মুসতাক আহমদ, গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবুল লেইচ কাহার আবুল, ব্যবসায়ী রুহুল আমিন, লন্ডন প্রবাসী আসকর আলী, গোবিন্দগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

প্রধান অথিতির বক্ত্যবে মো: মামুনুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দ্যোগে SDC প্রজেক্টের মাধ্যমে দেশে বর্জ্য ব্যবস্থাপনার উদ্দ্যোগ গ্রহন করেছে সরকার। মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় আয়ুব কমর আলী সাহেবের “ক্লীন গোবিন্দগঞ্জ ” উদ্দ্যোগকে স্বাগতম জানিয়েছেন। এসিলেন্ট সাহেব কে বলেদিয়েছি গোবিন্দগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার জায়গা নির্ধারন করে গোবিন্দগঞ্জ বাজারের আওতাভুক্ত করার জন্য। তিনি আরো বলেন, সর্বক্ষনির তদারকির মধ্যমে বাজার বর্জ্য ব্যবস্থাপনা জরুরি। ময়লা সবাই করে কিন্তু পরিষ্কার করতে কেহ চায় নাহ।

বিশেষ অতিথির বক্তব্যে আয়ুব কমর আলী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা অত্যান্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের প্রক্ষাপটে। এই বর্জ্য থেকে জৈব সার উৎপাদন করলে কৃষকরা বহু গুণে লাভবান হবে। সেই সাথে গোবিন্দগঞ্জের বায়ু দূষন মুক্ত হবে। তিনি আরো বলেন, আমার এই উদ্দ্যোগটায় সবার অংশগ্রহন জরুরি। কেননা গোবিন্দগঞ্জ সবার সবাই পরিস্কার পরিচন্ন রাখতে হবে। বিশেষ করে গোবিন্দগঞ্জ ব্যবসায়ী বৃন্দ আমাদের সাথে অংশগ্রহন করে আমাদের লক্ষ্যকে সফল করতে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, এডভোকেট আবুল কালাম, গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবুল লেইচ কাহার, আতাউর রহমান সোহাগ, আলো রক্ত দান সেচ্চাসেবী সংগঠনের উক্ত্যোক্তা মুহিবুর রহমান সোহাগ, গোবিন্দগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক, আশরাফুর রহমান এনাম, ব্রীজ একাডেমীর প্রিন্সিপাল মোস্তাক আহমদ।

বক্তারা উদ্দ্যোক্তা আয়ুব কমর আলী সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেন “কীপ ক্লিন গোবিন্দগঞ্জ” বর্জ্য ব্যবস্থাপনা অত্যান্ত জরুরি গোবিন্দগঞ্জ বাজার অত্যান্ত আধুনিক হওয়ার পরও দূর্গন্ধ আর্বজনার স্তুপ নাক মুখ চেপে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা যাওয়া আসা করে। ময়লা সবাই করে পরিষ্কার করতে কেউ রাজি না। এই উদ্দ্যোগের সফলতা কামনা করেছেন সকল বক্তারা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি