ছাতকে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, ছাতক ;
  • প্রকাশিত: ১ আগস্ট ২০২০, ৬:০১ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

সুনামগঞ্জের  ছাতক উপজেলায় দশম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের মামলায় কামাল উদ্দিন (২৫) নামের এক ব্যাক্তিকে   গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। সে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইড়গাঁও গ্রামের মৃত কলমদর আলীর ছেলে।

শুক্রবার (০১ আগস্ট) সন্ধ্যায় ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে সিলেটের বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউনিয়নের একটি মাদ্রাসা সংলগ্ন মার্কেট এলাকা থেকে অপহরণকৃত ওই ছাত্রীসহ কামাল উদ্দিনকে আটক করে পুলিশ।

জানা যায়, গত ১৪জুন মধ্যরাতে একই ইউনিয়নের করছখালী গ্রামের জনৈক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কামাল উদ্দিন অপরহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গত ১৯জুলাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ বালাগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে। পরে উক্ত অপহরণে জড়িত কামালকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক লিটন চন্দ্র রায় বলেন, উদ্ধারকৃত ওই স্কুল ছাত্রীকে শনিবার ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি