ছাতকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন ১৬২টি পরিবার

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ৮:১২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীন ১৬২টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারি কমিশনার ভূমি মো: ইসলাম উদ্দিন, এসময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব চৌধুরী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: মনছুর মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, পিআইও কেএম মাহবুব রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, ছাতক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ উপজেলা অাওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ উপজেলা কর্মকর্তা, কমচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি