ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত আরজ আলী

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ১০:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

ছাতকে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন আরজ আলী(৬০)। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা ছেলে ইসমাইল আলীও হামলায় আহত হয়।

শনিবার বিকেল উত্তর খুরমা ইউনিয়নের রক্কা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার মধ্যে আরজ আলীর উপর হামলা চালায় একই গ্রামের প্রতিপক্ষরা। আহত আরজ আলী রুক্কা গ্রামের মৃত খুশিদ আলীর পুত্র। স্থানীয়রা আরজ আলীকে উদ্ধার করে ছাতক হাসপাতালে ভর্তি করেন।

তিনি ছাতক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দিকে ইসমাইল আলীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এ হামলার ঘটনা নিয়ে গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি