ছাতকে নদী ভাঙ্গন, পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১০:১৪ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ও ছৈলা ইউনিয়নের এলাকায় জুড়ে নদীতে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এতে স্থানীয় বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি, রাস্তা সহ ক্ষতিগ্রস্থ হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকাল হলে দুপুর অবদি শিবনগর, গোবিন্দনগর, দিঘলী, ব্রাম্মণগাওঁ, বেরাজপুর, চাকলপাড়া ও চানঁপুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, বাপাউবো ঢাকা নকশা সার্কেল (৯) কর্মকর্তা ড.মাসুদ হাসান, নিবাহী প্রকৌশলী সুনামগঞ্জ পৌ: পাওয়ার বিভাগের মো: সামছুদ্দুহা, উপ-বিভাগীয় প্রকৌশলী সুনামগঞ্জ পৌ:বিভাগ মো: শমশ্বের অালী মন্টু, উপ-প্রকৌশলী ও সুনামগঞ্জ শাখা কর্মকর্তা তুফিউল ইসলাম তুহিন, সুনামগঞ্জ পৌ:বিভাগ ২ কার্য সহকারী কর্মকর্তা মো: ফজলুল হক।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়ন চেয়ারম্যান অালহাজ্ব সুন্দর অালী, ছৈলা ইউনিয়ন চেয়ারম্যান গয়াস অাহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিল্লাল অাহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের মহিলা সদস্যা পূর্নিমা দে সহ স্থানীয় গ্রামবাসী।

ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানান- নদী ভাঙ্গন রোধ সহ নদী খনন জরুরী তারমধ্যে শিবনগর ও বেরাজপুরের মধ্যেভাগে শুকিয়ে যাওয়া নদী খনন করা বেশী জরুরী। নয়তো অারো নতুন নতুন দিকে ভাঙ্গার সৃষ্টি হবে।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন- নদী ভাঙ্গন রোধ, ও নদী খননের মহাপরিকল্পনা গ্রহনের জন্য আজকে আমাদের এই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন। পরবর্তী নির্দেশনা অাসলেই অামরা পরবর্তী কাজ শুরু করবো। তবে কিছুটা দেরি হতে পারে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি