সব
ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে এক নারীসহ ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২১ নভেম্বর) উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও ও গহরপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ নভেম্বর) চাউলির হাওরপাড়ে গরু চরাতে যায় সৈদেরগাঁও গ্রামের সুজন মিয়ার পুত্র জুনেদ আহমদ।এ সময় গরু দিয়ে ধানের চারা নস্ট করা নিয়ে গহরপুর গ্রামের আফিজ আলী ফকিরের পুত্র কালাসার সাথে তার বাকবিতন্ডা হয়। পরদিন রোববার সকালে সৈদেরগাঁও গ্রামের জুনেদ মাঠে গেলে আবারো গহরপুর গ্রামের কালাসার সাথে মাঠে ভেড়া চরানো নিয়ে সংঘর্ষ বাঁধে এর জের ধরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় গ্রামের লোকজন আহত হয়েছেন। আহত অবস্থায় সৈদেরগাঁও গ্রামের দুধ বিবি (৩৫), আজির উদ্দিন (৩৪), সুকেন মিয়া(৪০), লোকন মিয়া(৪৫,)জুনেদ আহমদ( ১৫), রুবেল মিয়াকে (৩৫)কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। গহরপুর গ্রামের কালাসা (৩২)সুনু মিয়াকে (৩৩) স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
দুই গ্রামবাসীর মামলার প্রস্তুতি চলছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি