ছাতকে জনতা মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ৯ মে ২০২২, ১১:২৫ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সুনামগঞ্জের ছাতক উপজেলায় জনতা মহাবিদ্যালয় মঈনপুর-এর নিজেস্ব অর্থায়নে নির্মিত একাডেমিক ভাবনের ৩য় তলার উদ্বোধন ও সরকারি অর্থায়নে নির্মিত ৪তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন মোড়ক উন্মুচনের মধ্য দিয়ে উদ্বোধন সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুরে অত্র প্রতিষ্টানের হলরুমে রুহুল করিম শিবলু’র সঞ্চালনে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রধান রাখেন ছাতক দোয়ারার সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড:রমা বিজয় সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান খান, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সিলেট নির্বাহী প্রকৌশলী মো: নজরুল হাকিম, সুনামগঞ্জ নির্বাহী শিক্ষা প্রকৌশলী মো: শামসুল আরফিন খান, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান অাবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি আক্তার, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদ।

আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ সামাজিক, রাজনৈতিক, আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্চাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন যজ্ঞ হয়েছে তা আওয়ামীলীগ সরকারের অামলে তা বাস্তবায়ন সম্ভব হয়েছে। আগামীতে আরো উন্নয়ন হবে। আগামীতে শেখ হাসিনা সরকারকে আবারো জয়যুক্ত করবেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি