সব
সুনামগঞ্জের ছাতকে জনকল্যাণ সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজান সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও শান্তিগঞ্জ বাজারে ২৫টি ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে ও দোলার বাজার ইউনিয়ন কমিটির সহসভাপতি এসএম মারুফ এর পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দুর রহমান, সাচ্চু মিয়া, উজ্জীবক সুজন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন দোলার বাজার ইউনিয়ন কমিটির সভাপতি ফাহিম আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ তারেক,সদস্য মারুফ আহমদ,চরমহল্লা ইউনিয়নের অফিস সম্পাদক আজহার আলী প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরণ শেষে আলোচনা সভায় বক্তারা বলেন দেশি বিদেশি তরুণ যুবকদের সংগঠিত জনকল্যাণ সোসাইটি নামে সংগঠন শুধু ইফতার সামগ্রী নয় এতিম অসহায় প্রতিবন্ধী শিশুদের পাশে দাড়ায় সব সময় এবং বিশেষ করে সংগঠনের সাথে জরিত প্রবাসী সদস্যদের সহযোগিতায় নিজ সংগঠনের সকল কর্মীদের ব্যক্তিগত অর্থায়নে এসব করে থাকে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি